Pages

Tuesday, 1 July 2014

Symbiosis

Symbiosis:

যখন দুটি ভিন্ন প্রজাটিভূক্ত জীব ঘনিষ্ঠভাবে সহাবস্থান করে, কেউ কারো ক্ষতি করে না, বরং উভয়েই উভয়ের
দ্বারা উপকৃত হয়, তখন উক্ত ভিন্ন প্রজাতিভুক্ত জীব দুটিকে পরস্পরের মিথোজীবী এবং তাদের এই ধরনের
সহাবস্থান পদ্ধতিকে মিথোজীবীতা বলে।মিথোজীবী জীব দুটি পরস্পর পরস্পরের উপর নির্ভরশীল এবং কেউ কারও
কোন ক্ষতি করে না।মিথোজীবী জীব দুটির মধ্যকার সম্পর্ক দীর্ঘস্থায়ী, এমনকি চিরস্থায়ী হতে পারে।
মিথোজীবীতা দুটি উদ্ভিদ প্রজাতি, দুটি প্রাণী প্রজাতি বা একটি উদ্ভিদ ও একটি প্রাণী প্রজাতির মধ্যে হতে পারে।
Chlorohydra viridissima Zoochorella মিথোজীবীতার উ কৃষ্ট উদাহরন।

হাইড্রার মিথোজীবীতাঃ

Chlorohydra viridissima নামক সবুজ হাইড্রা এবং Chlorella vulgaris নামক
এককোষী সবুজ শৈবালের মধ্যে মিথোজীবীতা লক্ষ করা যায়। মিথোজীবীতার কারনে
Chlorohydra Zoochorella উভয়ই পরস্পর পরস্পরের নিকট হতে উপকার পেয়ে থাকে।


শৈবাল যেভাবে হাইড্রার নিকট থেকে উপকৃত হয়-
১)শৈবাল হাইড্রার এন্ডোডার্মিসের পুষ্টি পেশিকোষে নিরাপদ আশ্রয়ে বসবাস করে।অর্থা  শৈবালটিকে হাইড্রা
একটি নিরাপদ আশ্রয় দান করে।
২)হাইড্রা এর শ্বসনকালে উ পন্ন কার্বনডাই-অক্সাইড সালোকসংশ্লেষনে ব্যবহার করে শর্করা উ পন্ন করে।
অর্থা হাইড্রা শৈবালটিকে খাদ্য তইরীতে সাহায্য করে।
৩)হাইড্রা এর বিপাকীয় ক্রিয়ার ফলে উ পন্ন নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ শৈবাল নাইট্রোজেন সার রূপে
ব্যবহার করে দৈহিক বৃদ্ধি ও পরিপুষ্টি ঘটায়।

হাইড্রা যেভাবে শৈবালের নিকট হতে উপকৃত হয়-

১)শৈবাল সালোকসংশ্লেষন প্রক্রিয়ায় যে শর্করা প্রস্তুত করে তার প্রয়োজনের অতিরিক্ত অংশ হাইড্রা খাদ্য
হিসাবে গ্রহন করে।
২)সালোক সংশ্লেষন কালে শৈবালের দেহ থেকে যে অক্সিজেন উ পন্ন হয় হাইড্রা তা শ্বসনে ব্যবহার করে।
৩)হাইড্রা এর দেহে বিপাক কালে যে নাইট্রোজেঙ্ঘটিত বর্জ্য পদার্থ উ পন্ন হয় তা হাইড্রার দেহের জন্য
ক্ষতিকর।শৈবাল এ ক্ষতিকর পদার্থ গ্রহন করে হাইড্রাকে বিষক্রিয়ার কবল থেকে রক্ষা করে।
৪) হাইড্রা এর শ্বসন কালে উ পন্ন কার্বন-ডাই-অক্সাইড ও শৈবাল গ্রহন করে হাইড্রাকে বিষক্রিয়ার
কবল থেকে রক্ষা করে।
উপরোক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে,Chlorohydra Zoochlorella ঘনিষ্ঠভাবে অবস্থান করে,
কেউ কারো ক্ষতি করে না,বরং উভয়ই উভয়ের উপকার করে থাকে।এ ক্ষেত্রে শৈবালটিকে হাইড্রা এর

Life long paying guest নামে আক্ষ্যায়িত করা যায়।ক্ষ্যায়িত করা যায়।

No comments:

Post a Comment