Pages

Tuesday, 1 July 2014

Locomotion in Hydra

Hydra এর চলন

প্রতিটি প্রাণীকে খাদ্য গ্রহন , আত্বরক্ষা এবং প্রজননের জন্য এক স্থান হতে অন্য স্থানে
স্থানান্তরিত হতে হয়।হাইড্রাও এর ব্যাতীক্রম নয় কিন্তু হাইড্রার  সুনির্দিষ্ট কোন
চলন অঙ্গ নেই।হাইদড়ার দেহপ্রাচীর, কর্ষিকা ও ভেসাল ডিস্ক চলনে উল্লেখযোগ্য ভূমিকা
পালন করে।নিম্নে হাইড্রার চলন প্রক্রিয়া আলোচনা করা হলঃ
Somersaulting:

এই প্রক্রিয়ায় হাইড্রা প্রথমে টার দেহকে গতিপথের দিকে বাকিয়ে চলন তলের কাছাকাছি নিয়ে আসে।
পরে কর্ষীকার সাহায্যে চলন তলকে আকড়ে ধরে লুপ সৃষ্টি করে।
অতপর বেসাল ডিস্ককে চলন তল থেকে মুক্ত করে কর্ষিকার উপর ভর দিয়ে উল্টাভাবে দাঁড়ায়।
অতঃপর বেসাল ডিস্ক অংশকে গতিপথের দিকে বাকিয়ে চলন তলকে পুনরায় আকড়ে ধরে লুপ তৈরি করে।
পরবর্তীতে কর্শিকাসমুহকে চলন তল থেকে মুক্ত করে ভেসাল ডিস্কের উপর ভর দিয়ে সোজা হয়ে দাঁড়ায়।
এই ভাবে ডিগবাজী পদ্ধতিতে হাইড্রা দ্রুত চলন সম্পন্ন করে।
Looping:

এই প্রক্রিয়ায় হাইড্রা প্রথমে দেহকে বাকিয়ে কর্ষিকার সাহায্যে চলন তলকে আকড়ে ধরে।
পরবর্তীতে লুপ অবস্থায় বেসাল ডিস্ককে চলন তল থেকে মুক্ত করে হাইপোস্টোমের কাছে চলন তলকে আটকে ধরে।
অতঃপর হাইড্রা কর্ষিকা সমুহকে চলন তল থেকে মুক্ত করে ভেসাল ডীস্কের উপর ভর করে সোজা হয়ে দাঁড়ায়।
এই প্রক্রিয়ায় হাইদড়া খুব ধীরে ধীরে চলতে থাকে।সবসময় লুপিং অবস্থায় চলে বলে একে লুপিঙ্গ চলন বলে।
Amoeboid or Gliding:

কোন মসৃন তলবিশিষ্ট স্বল্প দূরত্ব অতিক্রমকালে পাদচাকতির এপিডার্মিসের গ্রন্থিকোষ থেকে মিউকাস নিঃসৃত করে।
অতঃপর পেশি আবরনী কোষের মায়োনিম চলনের দিক বরাবর সম্প্রসারিত হয়।
যার ফলে ক্ষনপদের ন্যায় উপবৃদ্ধি সৃষ্টি হয় এবং পাদচাকতিটি সামনের দিকে এগিয়ে যায়।
এই ধরনের চলন অ্যামিবার চলনের সাথে সাদৃশ্য বলে একে অ্যামিবয়েড চলন বলে।
Swimming:

অনেক সময় পাদচাকতিকে ধারক তল থেকে বিমুক্ত করে দেহকে পানিতে ভাসিয়ে দেয়।
কর্ষিকাগুলো ডান ও বাম দিক বরাবর পানিতে আঘাত হানে এবং ডেউয়ের সৃষ্টি করে।
ফলে হাইড্রা গমন পথের দিকে অগ্রসর হয়,এরুপ চলনে দেহ ও কর্ষিকা বিশেষ ভাবে সহায়তা করে।
Climbing:

পানিতে নিমজ্জিত কোন অবলম্বনে ওঠা নামার জন্য হাইড্রা প্রথমে কর্ষিকা দ্বারা অবলম্বনকে স্পর্শ করে।
স্পর্শ করা মাত্র গ্লুটিনেন্ট নেমাটোসিস্ট নিক্ষিপ্ত হয়ে অবলম্বনকে আকড়ে ধরে।
অতঃপর কর্ষিকার দিক বরাবর মায়োনিম সংকোচিত হয় এবং পাদচাকতি অবলম্বন থেকে বিমুক্ত হয়।
ফলে দেহ বাকা হয় এবং পাদচাকতি কর্ষিকার ঠিক পিছনে পুনঃস্থাপিত হয়।
এভাবে হাইড্রা উপর থেকে নিচে আবার নিচ থেকে উপরে আরোহন করে।
Floating:

মাঝে মাঝে হাইড্রা পাদচাকতির এপিডার্মিসের গ্রন্থিকোষ থেকে মিউকাস নিঃসৃত হয়ে বুদবুদের আকারে
পরিনত হয়।
ফলে হাইড্রা অবলম্বন থেকে বিমুক্ত হয়ে পানির উপরিতলে ভেসে উঠে।
বুদবুদগুলি ফেটে গেলে মিউকাস সুত্রক ভেলার মত কাজ করে এবং হাইড্রা কিছুদুর পর্যন্ত ভেসে যেতে পারে।
Body Contraction and Expansion:

অনেক সময় হাইড্রা পাদচাকতিকে অবলম্বন থেকে মুক্ত করে এপিডার্মিসের মায়োনিমগুলোর সংকোচন ও
প্রসারনের মাধ্যমে স্বল্প দূরত্ব অতিক্রম করে।
Spiral movement:

এই প্রক্রিয়ায় হাইড্রা টার দেহ প্রাচীরের এক পাশের কোষগুলোর সংকোচন এবং বিপরীত পার্শের
কোষগুলোর প্রসারনের মাধ্যমে সাপের মত এক ধরনের চলন সম্পন্ন করে।



No comments:

Post a Comment