ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে যে সমস্ত বিজ্ঞানী কর্ডাটা পর্বের
শ্রেনিবিন্যাস করেছেন তাদের মধ্যে Hickman
[2011] এর প্রণীত শ্রেনিবিন্যাসটি সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা হলঃ
তিনি কর্ডাটা পর্বকে প্রথমে তিনটি উপ-পর্বে বিভক্ত করেন-
উপ-পর্ব ১ঃUrochordata:[Uros=লেজ + Chordata=রজ্জু]
বৈশিষ্ট্যঃ
১] এরা সামুদ্রিক।
২] এককভাবে বা কলোনি গঠন করে বাস করে।
৩] লার্ভা দশায় লেজ অঞ্চলে নটোকর্ড থাকে কিন্তু পরিনত দশায় লেজ ও নটোকর্ড
অদৃশ্য হয়ে যায় এবং মেরুদন্ড সৃষ্টি হয় না।
৪] পরিনিত অবস্থায় এদের দেহ টিউনিক নামক একটি অর্ধস্বচ্ছ কার্বোহাইড্রেটের
আবরন দিয়ে ঢাকা থাকে।
৫] গলবিল ফুলকা-ছিদ্র বা স্টিগমাটা বিদ্যমান।
এই উপ-পর্বের চারটি শ্রেনি রয়েছে—
ক] অ্যাসিডিয়াঃ
বৈশিষ্ট্যঃ ১] দেহ স্ফীতকায় বা থলিসদৃশ বা নলাকার।
২] টিউনিক স্থায়ী,পুরু ও অর্ধস্বচ্ছ।
৩] পরিনত প্রাণী লেজ বিহীন এবং
নটোকর্ড অনুপস্থিত।
৪] মুখছিদ্র এবং অ্যাট্রিওপোর
দেহের মুক্ত প্রান্তের কাছাকাছি থাকে।
৫] গলবিলে অসংখ্য ফুলকাছিদ্র
উপস্থিত।
উদাহরনঃ Ascidia mentula।
খ] লার্ভাসিয়াঃ
বৈশিষ্ট্যঃ ১] এরা মুক্তজীবী এবং পরিনত প্রাণী বাঁকা ব্যাঙাচি আকৃতির।
২] পূর্ণাঙ্গ প্রাণীতে
নটোকর্ড ও লেজ থাকে কিন্তু অ্যাট্রিওপোর নেই।
৩] এরা সাতার কাটতে পারে না।
৪] এদের মাত্র একজোড়া
ফুলকাছিদ্র থাকে।
৫] সেলুলোজ নির্মিত টিউনিক
আবরন অনুপস্থিত।
উদাহরনঃ Oikopleura dioica।
গ] সরবারেসিয়াঃ
বৈশিষ্ট্যঃ ১] দেহ স্ফীতকায় বা নলাকার।
২] পরিনত অবস্থায় নার্ভকর্ড
থাকে।
৩] এরা সাধারনত মাংসাশী।
৪] বেনথিক অর্থাৎ
গভীর পানিতে বাস করে।
৫] টিউনিক নামক আবরন
বিদ্যমান।
উদাহরনঃ Octacnemus ingolfi।
ঘ] থ্যালিয়াসিয়াঃ
বীওশিষ্ট্যঃ ১] এদের দেহ আকৃতি লেবু বা পেপের মত।
২] টিউনিক নামক দেহাবরন
পাতলা,স্বচ্ছ ও স্থায়ী।
৩] মুখছিদ্র ও অ্যাট্রিওপোর
দেহের বিপরীত প্রান্তে বিদ্যমান।
৪] পরিনত প্রাণীতে লেজ
অনুপস্থিত এবং সন্তরনক্ষম।
৫] গলবিল দুটি বড় এবং
অনেকগুলো ছোট ফুলকারন্দ্র বিদ্যমান।
উদারনঃ Doliolum danticulatum।
উপ-পর্ব-২-Cehpalochordata or
Acrania:[Cephalo=মস্তক+Chordata=রজ্জু]
বৈশিষ্ট্যঃ ১] সামুদ্রিক প্রাণী,দেহ লম্বা,পার্শ্বীয়ভাবে চাপা,দু’প্রান্ত
সরু,দেখতে অনেকটা নৌকার মত।
২] দেহের সন্মূখ থেকে
পশ্চা পর্যন্ত নটোকর্ড লম্বালম্বি ভাবে
অবস্থান করে এবং নটোকর্ড কখনোই মেরুদন্ডে পরিনত হয় না।
৩] মুখছিদ্র ওরালহুড দ্বারা
পরিবেষ্টিত থাকে এবং ওরালহুডে ‘সিরি’ নামক উপবৃদ্ধি থাকে।
৪] গলবিলে অসংখ্য ফুলকাছিদ্র
থাকে।দেহের দু’পাশে ‘>’ আকৃতির মায়াটোম পেশি পরপর সজ্জিত থাকে।
৫] কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র
থাকলে মস্তিষ্ক ও সুষুন্মাকান্ডে বিভক্ত থাকে না।সুস্পষ্ট করোটি ও চোয়াল অনুপস্থিত
থাকায় এদের অ্যাক্রোনিয়েটাও বলা হয়।
উদাহরনঃ Branchiostoma lanceolatum।
উপ-পর্ব-৩-Vertebrata{Vertebra=কশেরুকা/মেরুদন্ডী}
বৈশিষ্ট্য; ১] দেহে ভ্রুণ অবস্থায় নটোকর্ড থাকে।পরিনত অবস্থায় নটোকর্ড
মেরুদন্ডে রুপান্তরিত হয়।
২] ভ্রুণ অবস্থায় পৃষ্ঠীয়
ফাঁপা স্নায়ুরজ্জু থাকে।পরিনত অবস্থায় এর অগ্রভাগ মস্তিষ্ক ও অবশিষ্টাংশ
স্নায়ুকান্ড গিঠন করে।
৩] প্রাথমিক পর্যায়ে গলবিলীয়
ফুলকারন্দ্র থাকে যা পরিনত অবস্থায় ফুলকা বা ফুসফুস গঠন করে।
৪] মস্তিষ্ক নির্দিষ্ট
করোটিকা দ্বারা সুরক্ষিত,অস্থি বা কোমলাস্থি দ্বারা অন্তকঙ্কাল গঠিত এবং করোটিক
স্নায়ু বিদ্যমান।
৫] হৃৎ পিন্ডের অঙ্কীয় দেশে অবস্থিত।রক্তসংবহন
তন্ত্র বদ্ধ প্রকৃতির এবং লোহিত কনিকায় হিমোগ্লোবিন থাকে।
এই উপপর্বকে দু’টি অধশ্রেনি ও ৯টি শ্রেনিতে বিভক্ত করা হয়েছে-
Super class-1.Agnatha/Agnathostomata{Gr.A=বিহীন+gnathos=চোয়াল+stoma=মুখ}
বৈশিষ্ট্যঃ ১] মুখ চোয়াল বিহীন ও চোয়াল যুক্তও হতে পারে।
২] আঁইশ ও যুগ্ম পাখাবিহীন।
৩] অন্তঃকর্ণে একটি বা দু’টি
অর্ধবৃত্তাকার নালি থাকে।
৪] করোটি ও অন্তঃকঙ্কাল
সম্পূর্ণ কোমলাস্থি নির্মিত।
৫] জোড়া ফুলকা রন্দ্র
বিদ্যমান।
অ্যাগনাথা অধশ্রেনিকে আবার দু’টি শ্রেনিতে ভাগ করা হয়েছে-
Class-a: Myxini [সাধারন নাম হ্যাগফিস]
বৈশিষ্ট্যঃ ১] সংবেদনশীল চার জোরা টেন্টাকল যুক্ত প্রান্তীয় মূখ।
২] নাসিকা থলি মূখ গহবরে
উন্মুক্ত।
৩] গলবিলীয় ফুলকা রন্দ্রের
সংখ্যা ৫-১৫ জোড়া।
৪] বাক্কাল ফানেল অনুপস্থিত।
৫] পৃষ্ঠ পাখনা অনুপস্থিত।
উদাহরনঃ Myxine glutinosa।
Class-b-CEphalaspidomorphi: {সাধারন নাম ল্যামপ্রে}
বৈশিষ্ট্যঃ ১] প্রান্তীয় মূখ হর্ণ দাঁতযুক্ত ও চোষন ক্ষমতাসম্পন্ন।
২] নাসিকা থলি মুখ গহবরে
উন্মুক্ত নয়।
৩] গলবিলীয় ফুলকা রন্দ্রের
সংখ্যা সাত জোড়া।
৪] বাক্কাল ফানেল উন্নত।
৫] পৃষ্ঠ পাখনা উপস্থিত।
উদাহরনঃ Petromyzon marinus।
Super class-
2.Ganthostomata [Gr.gnathos=চোয়াল]
বৈশিষ্ট্যঃ ১] মুখে চোয়াল থাকে।
২] যুগ্ম উপাঙ্গ উপস্থিত।
৩] অন্তঃকর্ণ তিনটি
অর্ধবৃত্তাকার নালি থাকে।
৪] দেহত্বক আঁইশবিহীন বা
আঁইশ,পালক কিংবা লোমযুক্ত।
৫] অন্তঃকঙ্কাল কোমলাস্থি বা
অস্থি নির্মিত।
এই অধশ্রনিকে আবার সাতিটি শেনিতে বিভক্ত করা হয়েছে-
শ্রেনি-১-Chondrichthyes [Gr.chondros=তরুণাস্থি+ichthys=মাছ]
বৈশিষ্ট্যঃ ১] এরা সামুদ্রিক এবং দেহত্বকে প্লাকয়েড আঁইশ থাকে।
২] অন্তঃকঙ্কাল সম্পূর্ণরুপে
কোমলাস্থি নির্মিত।
৩] পুচ্ছ পাখনা
হেটারোসার্কাল।
৪] মুখছিদ্র মস্তকের অঙ্কীয়
দেশে অবস্থিত এবং চোয়ালে অসংখ্য সারিবদ্ধ দাঁত থাকে।
৫] কানকো বা অপারকুলাম
অনুপস্থিত এবং মস্তকের উভয় পার্শ্বে মুক্তভাবে ৫-৭ জোড়া ফুলকা ছিদ্র থাকে।
উদাহরনঃ Scoliodon sorrakowah, Pristis pectinata[করাত
হস্নগর],ইত্যাদি।
শ্রেনি-২-Actinopterygii[Gr.aktis=রশ্মি+pteryx=পাখনা]
বৈশিষ্ট্যঃ ১] দেহত্বক সাধারনত সাইক্লয়েড বা টিনিয়েড দ্বারা আবৃত।
২]পুচ্ছ পাখনা হোমোসার্কাল
ধরনের।
৩] অন্তঃকঙ্কাল অস্থি
নির্মিত।
৪] এদের পখনা অস্থিময় বা
কন্টকযুক্ত রিশ্মিবিশিষ্ট।
৫] উদর গহবরে পটকা থাকতে
পারে।
উদাহরনঃ Labeo rohita, Tenualosa ilisha, Cirrhina mrigala,Anabus testudineus ইট্যাদি।
শেনি-৩-Sarcopterygii[Gr.sarx=মাছ+pteryx=পাখনা]
বৈশিষ্ট্যঃ ১] দেহত্বক গ্যানয়েড ধরনের আঁইশে আবৃত।
২] পুচ্ছ পাখনা ডাইফিসার্কাল
ধরনের।
৩] অন্তঃকঙ্কাল অস্থি
নির্মিত।
৪] লোববিশিষ্ট যুগ্ম পাখনা
বিদ্যমান।
৫] উদর গহবরে পটকা
থাকে।এদেরকে জীবন্ত ফসিলও বলা হয়।
উদাহরনঃ Latimeria chalumnae, Neoceratodus forstra ইত্যাদি।
শ্রেনি-৪-AMphibia[Gr.Amphi=উভয়+Bios=জীবন]
বৈশিষ্ট্যঃ ১] লার্ভা দশা পানিতে এবং পূর্ণাঙ্গ দশা স্থলে অতিবাহিত
করে।[ব্যতিক্রম Necturus জলবাসী, Hyla বৃক্ষবাসী]
২] ত্বক নগ্ন,সিক্ত ও
গ্রন্থিময়,লার্ভা দশায় ফুলকা এবং পরিনত অবস্থায় ফুস্ফুস,ত্বক ও গলবিলীয় মিউকাস
পর্দার সাহায্যে শ্বাসকার্য পরিচালনা করে।
৩] কিছু উভয়চরের লিপ্তপদ[Racophorous] থাকে আর
অন্যান্যদের অগ্রপদে চারটি এবং পশ্চাৎ পদে পাঁচটি আঙ্গুল থাকে।
৪] হৃৎপিন্ড তিন প্রকোষ্ঠে বিভক্ত এবং শীতল রক্ত
বিশিষ্ঠ।
৫] নিষেক বাহ্যিক,জীবনচক্রে
ব্যাঙাচি ও অ্যাক্রোলোটাল লার্ভা দশা দেখা যায়।
উদাহরনঃ Rana tigrina, Hyla arborea ইত্যাদি।
শ্রেনি-৫.Reptilia[reptilis=হামাগুড়ি]
বৈশিষ্ট্যঃ ১] ত্বক শুষ্ক এপিডার্মাল আঁইশ বা শক্ত প্লেট দ্বারা আবৃত এবং
দু’জোড়া পদের প্রতিটিতে পাঁচটি করে নখর যুক্ত আঙ্গুল বিদ্যমান।[সাপ ব্যাতীত]
২] হৃৎ পিন্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট,তবে সাইনাস
ভেনোসাস থাকে কিন্তু কোনাস আর্টেরিওসাস থাকে না।
৩] শ্বসন অঙ্গ ফুস্ফুস,অধিকাংশই
ডিম পাড়ে অর্থাৎ অভিপেরাস।
৪] অবসারণী ছিদ্র তিন
প্রকোষ্ঠ বিশিষ্ট এবং আড়াআড়ি ভাবে অবস্থিত।
৫] ভ্রুণ অ্যামনিয়ন ও
অ্যালানটয়েস নামক পর্দা দ্বারা আবৃত থাকে।
উদাহরনঃ Calotes versicolor[গিরগিটি]Hemidactylus flaviviridis[টিকটিকি] Crocodylus porosus[কুমির]ইত্যাদি।
শ্রেনি-৫.Aves[Ave=পাখি]
বৈশিষ্ট্যঃ ১] দেহ পালক দ্বারা আবৃত এবং অগ্রপদ ডানায় রুপান্তরিত হয়।
২] চোয়াল দন্তবিহীন চঞ্চুতে
রুপান্তরিত এবং অস্থি হালকা ও নিউম্যাটিক।
৩] ফুস্ফুস থেকে অতিরিক্ত
বায়ুথলি সৃষ্টি হয়।
৪] হৃৎ পিন্ড
সম্পূর্ণরুপে চার প্রকোষ্ঠে বিভক্ত।
৫] একমাত্র ডান সিস্টেমিক
মহাধমনি বিদ্যমান।
উদাহরনঃ Columba livia[কবুতর],Copsychus saularis[দোয়েল],Gallus gallus[মুরগি],Passer domesticus[চড়ুই]ইত্যাদি।
শ্রেনি-৭.Mammalia[Mamma=স্তন্য]
বৈশিষ্ট্যঃ ১] দেহ হালকা বা ঘন লোমে আবৃত[ব্যাতিক্রম তিমি]অমরা বা
প্লাসেন্টা গঠিত হয়[ব্যাতিক্রম-প্রোটোথেরিয়া]এবং করোটিক স্নায়ু ১২ জোড়া।
২] বহিঃকর্ণে পিনা এবং বক্ষ ও
উদর গহবরের মাঝখানে ডায়াফ্রাম/মধ্যচ্ছদা থাকে।
৩] অধিকাংশই বাচ্চা প্রসব করে
এবং বাচ্চা মাতৃদুগ্ধ পান করে [ব্যাতিক্রম প্লাটিপাস ডিম দেয় কিন্তু বাচ্চা
মাতৃদুগ্ধ পান করে]।
৪] ঘর্মগ্রন্থি,সিবেসিয়াস
গ্রন্থি,স্তন্যগ্রন্থি থাকে।
৫] লোহিত রক্তকনিকা
গোলাকার,দ্বি-অবতল ও পরিনত অবস্থায় নিউক্লিয়াসবিহীন[ব্যাতিক্রম –উটডিম্বাকার ও
নিউক্লিয়াস যুক্ত]এবং একমাত্র বাম সিস্টেমিক ঢমনি বিদ্যমান।
উদাহরনঃ Panthera tigris[বাঘ],Axis axis[হরিণ]