Pages

Wednesday 12 February 2014

জীববিজ্ঞানের প্রয়োজনিয়তা

বিজ্ঞানীদের ধারনা অনুযায়ী জীববিজ্ঞান চর্চা শুরু হয় প্রথম গ্রীসে।মানব সভ্যতার অগ্রগতির সাথে সাথে জীববিজ্ঞান প্রতিনিয়তই পরিবর্তীত ,পরিমার্জিত ওপরিবর্ধিত হচ্ছে।জীববিজ্ঞান অধ্যয়নের ফলে এক দিকে যেমন সম্ভব হয়েছে বিশ্ব প্রকৃতির কার্যকারন বিশ্লেষনের রহস্যাবরনের উন্মোচন,অন্যদিকে প্রকৃতির আশীর্বাদকে মানুষ তার কল্যানে কাজে লাগিয়েছে জীববিজ্ঞানের অর্জিত জ্ঞানের মাধ্যমে।তাই আজ বিশ্বব্যাপী জীববিজ্ঞানের তত্ত্বীয় ও ব্যবহারিক জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা অপরিসীম
।সমাজের বর্তমান সভ্যতা ও অগ্রগতিতে জীববিজ্ঞানের কথা বলে শেষ করা যাবে না।অদুর ভবিষ্যতে
মানুষের অস্তিত্ব রক্ষায় জীববিজ্ঞান একটি প্রধান শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে।জীববিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে বিশ্বকে দুষন মুক্ত ও ভারসাম্য যোগ্য করে গড়ে তোলা সম্ভব।তাই আমাদের কাজ হবে বর্তমান জগতের সাথে তাল মিলিয়ে জীবিজ্ঞান বিষয়ে আধিক জ্ঞান অর্জনের মাধ্যমে বিশ্ব পরিবেশ রক্ষা এবং নিজেদের সন্মন্ধে জ্ঞান অর্জনের মাধ্যমে ভবিষ্যত প্রজন্মের জন্য একটী সুন্দর,স্বনির্ভর এবং শান্তিময় বিশ্ব যেন গড়ে তোলা।

No comments:

Post a Comment