Pages

Friday, 14 February 2014

life cycle of pteris



ফার্ন উদ্ভিদের জীবনচক্র
ফার্নের জীবনচক্রে হিটারোমরফিক জনুক্রম বিদ্যমান।অর্থা স্পোরোফাইট এবং গ্যামিটোফাইট উভয় পর্যায় আকার-আকৃতিতে ভিন্ন প্রকৃতির ও স্বতন্ত্র। ফার্ন উদ্ভিদটি স্বাবলম্বী,ডিপ্লয়েড রেনুধর উদ্ভিদ।উদ্ভিদের রেনুস্থলীতে সৃষ্টি হয় রেনু-মাতৃকোষ।মিয়োসিস বিভাজনে প্রতিটি রেনু-মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড ক্রোমোসোম সমন্বিত রেনু বা স্পোর সৃষ্টি হয় ।ঐ রেনু থেকেই সৃষ্টি হয় প্রোথ্যালাস নামক লিঙ্গধর
উদ্ভিদ।images.jpg
প্রোথ্যালাসে সৃষ্টি হয় আর্কিগোনিয়াম ও অ্যাম্থেরিডিয়াম নামে হ্যাপ্লয়েড ক্রোমোসোম স্বম্বলিত ডিম্বাশয় ও শুক্রাশয়।অ্যান্থেরিডিয়াম থেকে বহু-ফ্ল্যাজেলাযুক্ত শুক্রানু পরিনত অবস্থায় বেরিয়ে আসে।অন্যদিকে আর্কিগোনিয়াম পরিনত হলে গ্রীবা নালিকা এবং উদরীয় নালিকা কোষ বিগলিত হয়ে ম্যালিক এসিড নামক এক প্রকার রাসায়নিক পদার্থ  নিঃসৃত করে যা শুক্রানুসমূহকে আকৃষ্ট করে এবং গ্রীবা পথে ডিম্বানুর সাথে মিলিত হয়ে নিষেক ঘটায়।নিষেক ক্রিয়ার ফলে ডিপ্লয়েড রেনুধর উদ্ভিদের সৃষ্টি হয় যা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত একটি স্বভোজী স্পোরোফাইটিক ফার্ন উদ্ভি72159.jpgদ।

No comments:

Post a Comment