ইনসূলিন উৎপাদনে জৈব প্রযুক্তির ব্যবহার
ইনসূলিন একটি
হরমোন যা অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স নামক অন্তঃক্ষরা গ্রন্থির বিটা
কোষ থেকে নিঃসৃত হয়।ইহার অভাবে ডায়াবেটিস মেলিটাস নামক রোগ হয়ে থাকে ।প্রজাতি ভেদে
রাসায়নিক গুনের পার্থক্যের জন্য গরু ও শূকরের অগ্নাশয় থেকে সংগৃহিত ইনসূলিন মানব
স্বাস্থ্যের জন্য মারাত্ত্বক জটিলতা দেখা দিতে পারে বিধায় জৈব প্রযুক্তির মাধ্যমে Itakura et al নামক এমন দুটি জীন সংশ্লেষ করেনো হয়
যা ইনসূলিন পলিপেপটাইড এর সংকেত বহন করে এবং এদের E.coli ব্যাকটেরিয়ার প্লাজমিডে যুক্ত করে নিন্মোক্ত প্রক্রিয়ায় ইনসূলিন উৎপাদন
করা হচ্ছে ।
প্রথমে মানুষের
অগ্ন্যাশয় কোষ থেকে ইনসূলিন উৎপাদনকারী এ এবং বি শৃংখল যুক্ত জীন রেসট্রিকশন
এন্ডোনিউক্লিয়েজ নামক এনজাইমের সাহায্যে পৃথক করা হয় ।এরপর E.coli নামক ব্যাকটেরিয়া হতে pBR322 দুটি প্লাজমিড পৃথক করে বিটা- গ্যালাক্টোসাইডেজ এনজাইম দ্বারা কাটা হয় এবং
ট্রান্সফরমেশন প্রক্রিয়ায় ব্যাকটেরিয়ার কোষে প্রবেশ করিয়ে উপযুক্ত কালচার মাধ্যমে
রাখা হয় যার মাধ্যমে ব্যাকটেরিয়া আত্নপ্রজনন ঘটিয়ে সংখা বৃদ্ধি ঘটায় । এভাবে
উৎপাদিত ইনসূলিনের এ ও বি শৃংখল দুটিকে সোডিয়াম-ডাইসালফোনেট ও সোডিয়াম সালফাইট এর
উপস্থিতিতে সালফোনেটিং পদ্ধটি অবলম্বনের মাধ্যমে শৃংখল দুটিতে ডাইসালফাইড বন্ড
পুনসংযোজিত হয়ে মানব ইনসূলিন উৎপাদিত হয় ।
No comments:
Post a Comment