Pages

Wednesday 19 February 2014

HSC BIOLOGY 2nd PAPER 2014



সৃজনশীল প্রশ্নঃ                 HSC প্রানীবিজ্ঞান ২০১৪

উদ্দীপক ১] হাসান সাহেব প্রতিদিন সকালে প্রাতভ্রমন করেন।কিছুদিন আগে প্রাত্রমনের সময় তিনি কুকুরের আক্রনের শিকার হন।তিনি একজন প্রানীবিজ্ঞান বিষের অধ্যাপক।তিনি ডাক্তারের পরামর্শে জলাতঙ্কের টিকা নেন।প্রানীবিজ্ঞান সন্মন্দে বিশেষ জ্ঞান থাকার কারনে তিনি গ্রামের তরুনদের স্বাবলম্বী হওয়ার জন্য বৈজ্ঞানিক উপায়ে চাষাবাদ করার পরামর্শ দিয়ে থাকেন।
ক] Biology শব্দের প্রবর্তক কে?
খ] বিশুদ্ধ ও ফলিত প্রানীবিজ্ঞানের মধ্যে পার্থক্য দেখাও।
গ] হাসান সাহেবের গ্রহনকৃত টিকার আবিষ্কারক সন্মন্দে যাহা জান লিখ।
ঘ] উদ্দীপকে উল্লেখিত হাসান সাহেবের পরামর্শ সম্পর্কে তোমার মতামত ব্যাখ্যা কর।

উদ্দীপক ২] রাসেল তার প্রানীবিজ্ঞান ক্লাস থেকে জানতে পারল পরিবেশ সংরক্ষনে বিলুপ্ত প্রানীদের যথেষ্ট ভূমিকা রয়েছে।সে আর ও জানতে পারল প্রানী ও পরিবেশ সংরক্ষনে প্রানীবিজ্ঞান পাঠের বিশেষ গুরুত্ব অপরিসীম।
ক] Apiculture কী?
খ] পাখিকে মহিমান্বিত সরীসৃপ বলা হয় কেন?
গ] উদ্দীপকে উল্লেখিত প্রানীদের ভূমিকা সম্পর্কে যাহা জান লিখ।
ঘ] উদ্দীপকে উল্লেখিত গুরুত্ব সম্পর্কে তোমার মতামত ব্যক্ত কর।

উদ্দীপক ৩] স্যার একদিন ক্লাসে বললেন কোষের পাওয়ার হাউজ নামে একটি অঙ্গানু আছে যা কোষের যাবতীয় জৈবনিক কাজ সম্পাদনের প্রয়োজনীয় শক্তির একমাত্র উ ৎ স ।
ক] নিউক্লিওটাইড কী?
খ] প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিওি বলা হয় কেন?
গ] উদ্দীপকে উল্লেখিত অঙ্গানুটির চিত্র সহ গঠন লিখ।
ঘ] উদ্দীপকে উল্লেখিত অঙ্গানুটি ছাড়া জীবকোষ কল্পনা করা যায় না-কথাটির যুক্তিকতা প্রমান কর।

উদ্দীপক ৪] প্রকৃত কোষে  এমন এক ধরনের অঙ্গানু আছে যা বংশগতি পদার্থ ধারন ও বহন করে এবং একইসাথে সাইটোপ্লাজমের অত্যাবশ্যকীয় কাজগুলিও নিয়ত্রন করে।
ক] কোষের পযাকেজিং কেন্দ্র কোনটি?
খ] লাইসোসোমকে আত্বঘাতী থলিকা বলা হয় কেন?
গ] উদ্দীপকে উল্লেখিত অঙ্গানুটি কিভাবে বংশগতিতে ভূমিকা রাখে?
ঘ] উদ্দীপকে উল্লেখিত অঙ্গানুটি উদ্ভিদ ও প্রানীকোষে গঠনগত দিক থেকে ভিন্ন-কথাটি মূল্যায়ন কর।

উদ্দীপক ৫] অটোসোম এবং সেক্সক্রোমোসোম নামে দুই ধরনের ক্রোমোসোম রয়েছে যা জীবের গঠন বৈশিষ্ট্য নিয়ত্রন সহ বংশবৃদ্দিতে বিশেষ ভুমিকা পালন করে।
ক] সাইটোপ্লাজম কী?
খ] কোষের শ্রেনীবিন্যাস কর।
গ]উদ্দীপকে উল্লেখিত অঙ্গানুটীর চিহ্নিত চিত্র অংকন কর।
ঘ] উদ্দীপকে উল্লেখিত অঙ্গানুটির সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী সচিত্র বর্ননা কর ।

উদ্দীপক ৬] ওয়াটসন ও ক্সিক নামে দুইজন বিজ্ঞানী লোহার সিড়ির মত প্যাচানো আকৃতি বিশিষ্ট একটি  জৈব যৌগের গঠন সম্পর্কে সুস্পষ্ট ধারনা প্রদানের জন্য ১৯৫৩ সালে একত্রে নোভেল পুরস্কারে ভূষিত হন।
ক] সাইটোসিন কী?
খ] রাইবোসোম এবং লাইসোসোমের মধ্যে পার্থক্য দেখাও।
গ] উদ্দীপকে উল্লেখিত যৌগটির কাজ বর্ননা কর।
ঘ] উদ্দীপকে উল্লেখিত যৌগটি কিভাবে চারিত্রিক বৈশিষ্ট্যের সঞ্চারন ঘটায় ব্যাখ্যা কর।

উদ্দীপক ৭] মোখলেস তার প্রানীবিজ্ঞান বই থেকে জানতে পারল যে , জনন জীবের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য এবং শুক্রানু ও ডিম্বানু দুটি পৃথক প্রক্রিয়ায় সৃষ্টি হয়ে থাকে।মোখলেসের গৃহ শিক্ষক বললেন এদের একটিকে স্পার্মাটোজেনেসিস এবং অন্যটিকে উওজেনেসিস বলে।
ক] সারটলি কোষ কী?
খ] দৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস বলতে কি বুঝ?
গ] উদ্দীপকে উল্লেখিত প্রথম প্রক্রিয়াটি চিত্রসহ ব্যাখ্যা কর।
ঘ]উদ্দীপকে উল্লেখিত প্রথম প্রক্রিয়াটি শেষে উৎপন্ন অংশটি ছাড়াও উদ্ভিদের বংশবৃদ্দি সম্ভম হলেও প্রানীদের ক্ষেত্রে নয়-উক্তিটির যথার্থতা বিশ্লেষন কর।
উদ্দীপক ৮] রহিম তার প্রানীবিজ্ঞান ক্লাস থেকে জানতে পারল  শুক্রানু ও ডিম্বানুর মিলনের ফলে নিষেক ঘটে এবং হাস-মুরগির ডিমগুলো মূলত নিষিক্ত জাইগোট ।
ক] এম্ব্রায়োজেনেসিস কী?
খ] গ্যামেটোজেনেসিসের প্রয়োজনীতা কী?
গ] উদ্দীপকে উল্লেখিত ডিমগুলো সৃষ্টির প্রক্রিয়া বর্ননা কর।
ঘ] উদ্দীপকে উল্লেখিত ডিমগুলো ব্যাক্তিজনিক পরিস্ফুটনের একটী ধাপ মাত্র-উক্তটির যৌক্তিকতা বিশ্লেষন কর।

উদ্দীপক ৯] রাকিবের মুরগিটি দশটি ডিম থেকে ৮টি বাচ্চা ফু্টাল অণ্য দূটি নষ্ট হয়ে গেল। রকিবের প্রানীবিজ্ঞান স্যার বিলেছিল , ডিম্বানু নিষিক্ত হয়ে ভ্রুন সৃষ্টি হয় আর ভ্রুনের বিভিন্ন স্তরগুলি পরবর্তিতে পূর্নাঙ্গ জীব গঠন করে ।
ক] ব্যাক ক্রস কী?
খ] নিষেক প্রক্রিয়ার ধাপ সমূহের নাম লিখ।
গ] উদ্দীপকে উল্লেখিত ভ্রুনীয় স্তরগুলির পরিনতি ব্যাখ্যা কর ।
ঘ] উদ্দীপকে উল্লেখিত বাচ্চাগুলো সৃষ্টিতে বহিঃনিষেকের কোন ভূমিকা নেই- উক্তিটি মূল্যায়ন কর।

উদ্দীপক ১০] গবেষক ডঃ আতিউর রহমান দুটি হলুদাভ ইদুরের মধ্যে ক্রস ঘটিয়ে দেখলেন যে, ২ ; ১ অনুপাতে হলুদাভ এবং মেটে  বর্নের ইদুর উৎপন্ন হয়েছে।
ক] জিনতত্ত্ব কী?
খ] পৃথকীকরন সূত্রটি লিখ।
গ] উদ্দীপকে উল্লেখিত ঘটনাটি ব্যাখ্যা কর ।
ঘ] উদ্দীপকে উল্লেখিত ঘটনাটি মানুষের জন্য ক্ষতিকর-উত্তরের স্বপক্ষে যুক্তি প্রদান কর।

উদ্দীপক ১১] নাসির তার প্রানীবিজ্ঞান বই থেকে জানতে পারল মূক বধির পুরুষ ও মহিলার মধ্যে বিয়ে হলে সন্তানরা বাক-শ্রবনক্ষম হয় ।পরবর্তীতে বাক-শ্রবনক্ষমদের মধ্যে বিয়ে হলে সেখানে বাক-শ্রবনক্ষম এবং মূক বধির উভয় ধরনের সন্তানই দেখা যায়।
ক] মনোহাইব্রিড ক্রস কী?
খ] সেক্স লিংকড ইনহেরিট্যান্স বলতে কি বুঝায়?
গ] উদ্দীপকে উল্লেখিত ঘটনাটি ব্যাখ্যা কর ।
ঘ] উদ্দীপকে উল্লেখিত ঘটনাটি মেন্ডেলের সূত্রসমূহকে অনুসরন করে না-উক্তিটির সার্থকতা নিরুপন কর ।

উদ্দীপক ১২] রিপন ও রুমা দুই ভাই-বোনের মধ্যে রিপন লাল-সবুজ বর্নের মধ্যে পার্থক্য নিরূপনে অক্ষম। রুমার এ ধরনের সমস্যা না থাকলেও তাদের মায়ের এ ধরনের সমস্যা রয়েছে।মা এবং ছেলে ডাক্তারের শরনাপন্ন হলে ডাক্তার সাহেব বললেন তাদের চোখের রেটিনায় বর্ন সংবেদী কোষ অনুপস্থিত।
ক] দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস কী?
খ] জিনতত্ত্বের প্রয়োজনীতা লিখ।
গ] উদ্দীপকে উল্লেখিত ঘটনাটি ব্যাখ্যা কর ।
ঘ] উদ্দীপকে উল্লেখিত ঘটনাটি মা না বাবা কার থেকে প্রাপ্ত?তা বিশ্লেষনের মাধ্যমে মতামত প্রদান কর।
উদ্দীপক ১৩] রতন তার  গৃহশিক্ষকের মাধ্যমে জানতে পারল নিউরোব্লাস্ট নামক ভ্রুনীয় এক্টোডার্ম থেকে উৎপন্ন বিশেষ এক ধরনের কোষ মূহুর্তের মধ্যে  অনুভূতি মস্তিষ্কে প্রেরন করে ।ফলে আমরা সাথে সাথে অনুভূতির প্রতি সাড়া প্রদান করে থাকি।
ক] নেফ্রন কী?
খ] অস্থি ও তরুনাস্থির মধ্যে পার্থক্য দেখাও।
গ] উদ্দীপকে উল্লেখিত বিশেষ কোষটির গঠন ব্যাখ্যা কর।
ঘ] উদ্দীপকে উল্লেখিত কোষ টি দেহের বৃদ্ধির সাথে সাথে আকারের পরিবির্তন হয়-উক্তিটি মূল্যায়ন কর ।

উদ্দীপক ১৪] কামাল তার জীববিজ্ঞান ক্লাস থেকে জানতে পারল যে,প্রানীদেহের একটি অন্যতম কলা হচ্ছে পেশী কলা । বিভিন্ন ধরনের পেশীকলার মধ্যে হৃদপেশী গাঠনিক ও কার্যগতভাবে ব্যতিক্রম ধর্মী।
ক] অ্যাক্সন কী?
খ] অ্যাক্সন ও ডেনড্রাইটের মধ্যে পার্থক্য নিরূপন কর।
গ] উদ্দীপকে উল্লেখিত পেশীটির গঠন ব্যাখ্যা কর।
ঘ] উদ্দীপকে উল্লেখিত পেশীটি কিভাবে অন্যান্য পেশী  থেকে আলাদা তা ব্যাখ্যা কর ।

উদ্দীপক ১৫] স্যার প্রানীর শ্রেনীবিন্যাস পড়াতে গিয়ে বললেন কেচো এবং চিংড়ি দুটি প্রানীর পর্বে যেমন ভিন্নতা রয়েছে তেমনি অর্থনৈতিক গুরুত্বেও যথেষ্ট ভিন্নতা রয়েছে।
ক] ট্যাক্সন কী?
খ] মলাস্কা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখ।
গ] উদ্দীপকে উল্লেখিত প্রানিদ্বয় যে পর্বের অন্তর্ভূক্ত তাদের মধ্যে পার্থক্য দেখাও ।
ঘ] উদ্দীপকে উল্লেখিত প্রানীদ্বয়ের মধ্যে দ্বিতীয় প্রানীটির গুরুত্ত্ব অধিক-উত্তরের স্বপক্ষে যুক্তি প্রদান কর।

উদ্দীপক ১৬] কর্ডাটা পর্বের উপপর্বগুলির মধ্যে ভার্টিব্রাটা অন্যতম।এই উপর্বের প্রানীগুলো পরিনত অবস্থায় এমন কিছু বৈশিষ্ট্য বহন করে যা অ্যান্যান্য কর্ডেট উপপর্বের সদস্যদের সাথে মৌ্লিক বৈশিষ্ট্য ধারন করে । তাই বলা হয়ে থাকে “সকল মেরুদন্ডী প্রানীই কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদন্ডী নয়”।
ক] Hotspot কী?
খ] অ্যামিবার দেহের আকৃতি নির্দিষ্ট নয়-কারন ব্যাখ্যা কর ।
গ] উদ্দীপকে উল্লেখিত উপপর্বের মধ্যে মানুষকে কেন অন্তর্ভুক্ত করা হয়েছে তা ব্যাখ্যা কর ।
ঘ] উদ্দীপকে উল্লেখিত উক্তিটি ব্যাখ্যা কর ।

উদ্দীপক ১৭] বিশ্ব স্বাস্থ্য সংস্থা কতৃক “পয়লা নম্বর গনসত্রু”নামে ঘোষিত একটি মারাত্ত্বক জ্বররোগ, যার কারনে প্রতিবছর বিশ্বে ১-৩ মিলিয়ন লোক মারা যায় এবং ৩০০-৫০০ মিলিয়ন লোক আক্রান্ত হয়।
ক] উওকিনেট কী?
খ] ম্যালেরিয়া আক্রান্ত রোগী মারা যায় কেন?
গ] উদ্দীপকে উল্লেখিত গনশত্রুটির অযৌন জনন চিত্রসহ ব্যাখ্যা কর ।
ঘ] উদ্দীপকে উল্লেখিত গনসত্রুটির জীবনচক্রে দুটি পোষকের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।

উদ্দীপক ১৮]কাল্পনিক দৈত্যের সাথে তুলনীয়  স্বাদুপানিতে বসবাসকারী মুক্তজীবী ও মাংসাশী এমন একটি প্রানী যার এন্ডোডার্মের কোষসমূহ পুষ্টি সাধনে অংশ নেয় এবং বিভিন্ন ধরনের সূত্রকের সাহায্যে খাদ্য ধরে গ্রহন করে থাকে।
ক] সিলেন্টেরন কী?
খ] হাইড্রায় স্বনিষেক না হয়ে পরনিষেক হয় কেন?
গ] উদ্দীপকে উল্লেখিত প্রানীটির কোষসমূহ কিভাবে পুষ্টি সাধনে অংশ নেয় ।
ঘ] উদ্দীপকে উল্লেখিত  সূত্রকসমুহ “একটি স্বাধীন কার্যকর অঙ্গ হিসাবে প্রতিষ্ঠা লাভ করে”-উক্তিটি বিশ্লষন কর।

উদ্দীপক ১৯] জীবের অস্তিত্ব রক্ষার্থে প্রজনন অতি গুরুত্ত্বপূর্ন ।একই প্রজাতির অন্য সদস্যদের সহযোগীতায় বা জীবদেহাংশের মাধ্যমে প্রত্যক্ষভাবে নিজ আকৃতি সদৃশ বংশধর সৃস্টি করে । হাইড্রার জীবনের ক্ষেত্রেও এই প্রক্রিয়াটি দেখা যায়।
ক] মিথোজীবিতা কী?
খ] সিলেন্টেরন ও সিলোমের মধ্যে পার্থক্য দেখাও।
গ] উদ্দীপকের আলোকে শিশু হাইড্রা পাওয়ার প্রক্রিয়াটি বর্ননা কর।
ঘ] উদ্দীপকে উল্লেখিত প্রানীটি দেহাংশের মাধ্যেমে নতুন বংশধর সৃস্টিতে প্রত্যক্ষ ভূমিকা রাখে-বিশ্লেষন কর।

উদ্দীপক ২০] রফিক তার প্রানীবিজ্ঞান ক্লাস থেকে জানতে পারল, হাইড্রায় চার ধরনের নেমাটসিস্ট অঙ্গানু পাওয়া যায় । এই অঙ্গানু দ্বারা হাইড্রা খুব সহজেই খাদ্যপ্রানীকে আক্রমন করে এবং খুবই চমৎকার ভাবে ভিন্নধর্মী প্রক্রিয়ায় চলন  ক্রিয়া সম্পন্ন করে ।
ক] পুনরুৎপত্তি কী?
খ] হাইড্রার রেচন ও শ্বসন অঙ্গ না থাকা সত্বেও কিভাবে রেচন ও শ্বসন কার্য সম্পন্ন করে?
গ] উদ্দীপকে উল্লেখিত অঙ্গানুসমূহের চিত্রসহ গঠন ও কাজ বর্ননা কর ।
ঘ] উদ্দীপকে উল্লেখিত প্রানীটি চলার সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে –কথাটির সত্যতা যাচাই কর ।

উদ্দীপক ২১] জীবের যেসব অঙ্গ পরিবেশের সাথে ভারসাম্য রেখে নিজেকে টিকিয়ে রাখে তাদেরকে জ্ঞানেন্দ্রিয় বলে । তেলাপোকার  জ্ঞানেন্দ্রিয়গুলোর মধ্যে ফটোরিসেপ্টর এককটি দর্শনেন্দ্রিয়ের প্র ধান হিসাবে বিবেচিত ।
ক] অসম্পূর্ন রূপান্তর কী?
খ] তেলাপোকা কেন পতঙ্গ শ্রেনীভূক্ত?
গ] উদ্দীপকে উল্লেখিত দর্শন এককটি র চিহ্নিত চিত্র অংকন কর ।
ঘ] উদ্দীপকে উল্লেখিত দর্শন এককটি  প্রধান হিসাবে কতটা সফল ? বিশ্লেষন কর।

উদ্দীপক ২২] জীববিজ্ঞান স্যারের কথা অনুযায়ী রাকিব রান্না ঘর থেকে আর্থ্রোপোডা পর্বের দুটি প্রানী সংগ্রহ করে ক্লাসে নিয়ে গেল। স্যার দেখলেন একটি প্রানীর পশ্চাৎ দিকে শক্ত কালচে বর্নের অঙ্গানু রয়েছে। তাই তিনি ছাত্রদের বললেন, এদের একটি পুরুষ এবং অন্যটি স্ত্রী।
ক] অসম্পূর্ন রুপান্তর কী?
খ] উন্মুক্ত ও বদ্ধ রক্ত সংবহন বলতে কি বুঝ?
গ] উদ্দীপকে স্যার যে অঙ্গানুটির কথা নির্দেশ করেছেন তার গঠন বর্ননা কর।
ঘ] উদ্দীপকে স্যার কিভাবে পুরুষ ও স্ত্রী আলাদা করেছেন তা তুলনামুলক অবস্থানের মাধ্যমে দেখাও ।

উদ্দীপক ২৩] ট্রাকিয়া নামক এক ধরনের শ্বাসনালীর মাধ্যমে তেলাপোকা বাতাস থেকে অক্সিজেন গ্রহন এবং একই পথে  কার্বন ডাইওক্সাইড বর্জন করে ।অন্যদিকে ম্যলপিজিয়ান নামক প্রধান রেচন অঙ্গের মাধ্যমে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ নিষ্কাশন করে।
ক] উওথেকা কী?
খ] তেলাপোকার রক্ত বর্নহীন কেন ?
গ] উদ্দীপকে উল্লেখিত নালীর গঠন বর্ননা কর।
ঘ] উদ্দীপকে উল্লেখিত  অঙ্গটি তেলাপোকার প্রধান অঙ্গ হলেও একমাত্র নয়-যুক্তি দ্বারা বুঝিয়ে দাও।

উদ্দীপক ২৪] রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে মানুষের লাশ বের করতে যেয়ে আনিস তার হাটুতে মারাত্ত্বক আঘাত পেল । ডাক্তারের শরনাপন্ন হওয়ার পর ডাক্তার সাহেব বললেন, আনিস তার হাটুর সাইনুভিয়াল সন্ধিতে আঘাত পেয়েছে।
ক] অস্থিসন্ধি কী?
খ] কঙ্কালতন্ত্র সম্পর্কে ধারনা দাও।
গ] উদ্দীপকে উল্লেখিত সন্ধিটির গঠন বর্ননা দাও ।
ঘ]  মানবদেহে  উদ্দীপকে উল্লেখিত এই ধরনের অনেক সন্ধি রয়েছে-বিষয়টি বিশ্লেষন কর।

উদ্দীপক ২৫] শিক্ষাসফরে যেয়ে তানিয়া দুপুরের খাবারের সময় একটি মুরগীর রান পেল ।তানিয়া মাংস চিবাতে চিবাতে হাড়ের অগ্রাংশ সহ খেয়ে ফেলল , কিন্তু হাড়ের মূল অংশ শক্ত হওয়ায় সে আর চিবাতে পারল না ।
ক] কক্কিক্স কী?
খ] আর্টিকুলার ক্যাপস্যুল বলতে কি বুঝ ?
গ] উদ্দীপকে উল্লেখিত অংশটুকু তানিয়া কেন চিবাতে পারল কেন ? ব্যাখ্যা কর ।
ঘ] উদ্দীপকে উল্লেখিত চিবাতে পারা এবং না চিবাতে পারা অংশের মধ্যে তুলনামূলক বিশ্লেষন কর।

উদ্দীপক ২৬] আহসান তার প্রানীবিজ্ঞান বই থেকে জানতে পারলযে,সবুজ শাকসব্জি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ।কিন্তু অন্যদিকে অতিরিক্ত  তেল,চর্বি যুক্ত খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।তাই এসব খাবার এড়িয়ে চলতে হবে ।
ক] আন্ত্রিক গ্রন্থি কী ?
খ] মুখ গহবর পরিপাকের সাথে কিভাবে সম্পর্কযুক্ত ?
গ] উদ্দীপকে উল্লেখিত স্বাস্থ্যের জন্য উপকারী খাবারের পরিপাক প্রনালী বর্ননা কর ।
ঘ] উদ্দীপকে উল্লেখিত আমিষ জাতীয় খাবারগুলি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর – যুক্তিসহ ব্যাখ্যা কর ।

উদ্দীপক ২৭] মারিয়ার বাবা তার মেয়ের জন্য পাত্র খুজছেন । মারিয়ার রক্তের গ্রুপ “এ”। কিন্তু মারিয়ার বাবা মারিয়ার জন্য যে পাত্রের সন্ধান পেলেন তার রক্তের গ্রুপ “বি”। মারিয়ার বাবার রক্ত “ও”গ্রুপের হওয়ায় ছেলেবেলায় তিনি রক্ত গ্রহনের ক্ষেত্রে বেস সমস্যায় পড়েছিলেন ।তাই তিনি মেয়ের বিয়ের ব্যাপারে খুবই সচেতন।
ক] রক্তচাপ কী?
খ] লসিকার কাজ লিখ।
গ] উদ্দীপকে উল্লেখিত পাত্রের সাথে মারিয়ার বিয়ে হলে কোন সমস্যা আছে কী?বুঝিয়ে লিখ ।
ঘ] উদ্দীপকে উল্লেখিত মারিয়ার বাবা সমস্যায় পড়েছিলেন কেন? যুক্তিসহকারে ব্যাখ্যা কর ।

উদ্দীপক ২৮] অনিকের জীববিজ্ঞান স্যার বলেছিলেন,” অন্তঃশ্বসনে অক্সিজেন ও কার্বন ডাইওক্সাইড পরিবহনে শ্বসন ও রক্ত সংবহনতন্ত্রের ভূমিকা মূখ্য “। অন্যদিকে অনিক জানে সকল মানুষের রক্ত লাল হলেও গ্রুপ বিভিন্ন হয়  এবং রক্ত সঞ্চালনে Rh-Factor খুবই গুরুত্ত্বপূর্ন।
ক] লিম্ফোসাইট কী ?
খ] অ্যান্টিজেন ও অ্যান্টিবডি বলতে কি বুঝ ?
গ] উদ্দীপকে উল্লেখিত স্যারের উক্তিটি ব্যাখ্যা কর ।
ঘ] উদ্দীপকে উল্লেখিত জানা ব্যাপারটির গুরুত্ত্বপূর্ন ভূমিকা বিশ্লেষন কর।

উদ্দীপক ২৯] হৃৎপিন্ড একটি সচল পাম্প যন্ত্র । হৃৎপিন্ডে অবস্থিত কপাটিকা রক্তের গতিপথ নিয়ন্ত্রন করে । মাঝে মাঝে হৃৎপিন্ডে রক্ত সঞ্চালন বাধাগ্রস্থ হওয়ার কারনে মানুষ হৃদক্রিয়া বন্দ হয়ে মৃত্যুবরন করে ।
ক] কার্ডিয়াক পেশী কী?
খ] রক্ত কিভাবে জাট বাধে ?
গ] উদ্দীপকে উল্লেখিত পাম্প য্ত্রটি কিভাবে দেহের বিভিন্ন অংশে রক্ত পরিবাহীত হয় ব্যাখ্যা কর ।
ঘ] দেহকে সচল ও সুস্থ রাখার ক্ষেত্রে উদ্দীপকে উল্লেখিত যন্ত্রটি কতটা গুরুত্ত্বপূর্ন বলে তুমি মনে কর ।

উদ্দীপক ৩০] ধূমপান একটি মারাত্ত্বক বদভ্যাস।ধূমপানের ফলে দেহ দিন দিন  দুর্বল হয়ে পরে এবং লৌহ কনিকার অভাবে রক্তের একটি বিশেষ অংশ সঠিক ভাবে গঠিত হতে পারে না।অপরদিকে ফুসফুসের গহবরের ভেতর বাতাস এবং কৈশিক নালীকাসমূহের রক্তের মধ্যে অক্সিজেন ও কার্বনডাইওক্সাইড এর আদান-প্রদান বাধাগ্রস্তগ হয়।
ক] ব্রঙকাইটটিস কী ?
খ] এক অনু অক্সিজেন অ্যাল্ভিওলাস থেকে হিমোগ্লোবিন পর্যন্ত পৌছতে কোন কোন কোষ পর্দা অতিক্রম করে ?
গ] উদ্দীপকে বর্নিত রক্তের বিশেষ অংশটি কিভাবে কাজ করে ?
ঘ] উদ্দীপকে উল্লেখিত বদভ্যাস জীবনে কি ধরনের পরিনতি ডেকে আনতে পারে ?

উদ্দীপক ৩১] রেচন প্রানীদেহের একটি ধারাবাহিক প্রক্রিয়া। রেচন অঙ্গটির কার্যকরী একক হল বৃক্ক । আমাদের দেহের  উদর গহবরের দিকে মেরুদন্ডের দুই পাশে একটি করে মোট দুটি বৃক্ক রয়েছে ।
ক] গ্লোমেরুলাস কী ?
খ] মূত্র অপসারনের শারীরবৃত্ত প্রবাহ চিত্রের মাধ্যমে দেখাও ।
গ] উদ্দীপকে উল্লেখিত কার্যকরী এককের গঠন বর্ননা কর ।
ঘ] উদ্দীপকে উল্লেখিত কার্যকরী এককটি নিউরন হতে আলাদা – যুক্তি প্রয়োগের মাধ্যমে বিশ্লেষন কর ।

উদ্দীপক ৩২] আমাদের পঞ্চ ঈন্দ্রীয়ের মধ্যে চোখ একটি । চোখের মাধ্যেমেই আমরা এই অবাক পৃথীবিকে দেখতে পাচ্ছি, নিজেদের কাজ করতে পাচ্ছি নিরবছিন্ন ভাবে । কিন্তু যারা অন্ধ তারা চলতে পারছে কিন্তু শাবলীলভাবে নয় । ত্রর কারন হচ্ছে অন্ধ লোকটির শ্রবন অঙ্গটি যথেষ্ট শক্তিশালী ।
ক] ফোবিয়া সেন্ট্রালিস কী ?
খ] একনেত্র ও দ্বি-নেত্র দৃষ্টির মধ্যে তুলনা কর ।
গ] উদ্দীপকে উল্লেখিত ইন্দ্রীয়টি কিভাবে কাজ করে – ব্যাখ্যা কর ।
ঘ] উদ্দীপকে উল্লেখিত ইন্দ্রীয়টি ভারসাম্য রক্ষায় কিভাবে ভূমিকা রাখতে পারে বলে তুমি মনে কর ।

উদ্দীপক ৩৩] অনেক সময় আমাদের বয়সের সাথে দৈহিক বৃদ্ধিতে অসমতা লক্ষ করা যায় । শরীরের বিভিন্ন গ্রন্থি সঠিকভাবে কাজ না করার কারনে এ রকম হয়ে থাকে ।
ক] অন্তঃক্ষরা গ্রন্থি কী ?
খ] পিটুইটারি গ্রন্থিকে  গ্রন্থিরাজ বলা হয় কেন ?
গ] উদ্দীপকে উল্লেখিত অসমতার কারন ব্যাখ্যা কর ।
ঘ] উদ্দীপকে উল্লেখিত সমস্যা সমাধান কল্পে তোমার মতামত বিশ্লেষন কর ।
উদ্দীপক ৩৪] আমাদের পৃথীবির চারপাশে এক সময় জলরাশী দ্বারা ঘেরা ছিল । কালের বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয় কয়েকটি ভৌগলিক অঞ্চলে বিভক্ত হয় । আমাদের বাংলাদেশ এমনি একটা অঞ্চলের অন্তর্ভূক্ত ।
ক] এন্ডেমিক প্রানী কী ?
খ] মহাদেশীয় সঞ্চারন বলতে কি বুঝ ?
গ] উদ্দীপকে উল্লেখিত দেশটি যে  ভৌগলিক অঞ্চলের অন্তর্ভূক্ত ঐ অঞ্চলের উপ-অঞ্চলগুলির বিবরন দাও ।
ঘ] উদ্দীপকে উল্লেখিত অঞ্চলের চারটি এন্ডেমিক প্রানীর বৈজ্ঞানিক নাম লিখ ।

উদ্দীপক ৩৫] আন্নি পুকুরে গোসল করতে গিয়ে দেখল পুকুরের পানি বেশ সবুজ ও পানিতে অনেক ধরনের জলজ পোকা ভেসে বেড়াচ্ছে । পুকুর পাড়ের গাছে বক ও মাছরাঙ্গা বসে আছে । তখনই তার জীববিজ্ঞান ক্লাসের কথা মনে পরল সেখানে স্যার বলেছিলেন, উৎপাদক থেকে শুরু করে সর্বোচ্চ খাদক পর্যন্ত জীবের সংখ্যা,শক্তি ও ওজন পর্যায়ক্রমে কমতে থাকে এবং এদের যদি কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয় তা হলে ছকটি পিড়ামিডের আকার ধারন করে ।
ক] জীব সম্প্রদায় কী ?
খ] একটি খাদ্যজাল কিভাবে সৃষ্টি হয় ?
গ] উদ্দীপকে উল্লেখিত বাস্তুসংস্থানটির মাধ্যমে শক্তির প্রবাহ ব্যাখ্যা কর ।
ঘ] উদ্দীপকে উল্লেখিত স্যারের কথাটি মূল্যায়ন কর ।

উদ্দীপক ৩৬] বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বায়ু পরীক্ষা করে দেখা গেল বাতাসে কার্বন ডাই-অক্সাইড,মিথেন,সি এফ সি সহ ৩৪ রকমের গ্যাসের পরিমান স্বাভাবিকের চেয়ে অনেক বেশি । ফলে বিকিরন জনিত কারনে রোগ-ব্যাধি সহ সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে । অন্যদিকে দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রার পার্থক্য ও গড় বৃষ্টিপাত দিন দিন হ্রাস পাচ্ছে ।
ক] তেজস্ক্রিয়তা কী ?
খ] মানুষের জন্য পরিবেশ সংরক্ষন অপরিহার্য কেন ?
গ] উদ্দীপকে উল্লেখিত বায়ুর সমস্যা বাংলাদেশে কি ধরনের প্রভাব সৃষ্টি করছে তা উল্লেখ কর ।
ঘ] উদ্দীপকে উল্লেখিত উত্তরাঞ্চলে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ কর ।

উদ্দীপক ৩৭] মুক্তার আর্থিক মূল্যের বিষয়টি বিবেচনা করে বাংলাদেশের জীববিজ্ঞানিরা কৃত্রিম উপায়ে মুক্তা চাষের সিদ্ধান্ত নিলেন । কৃত্রিম উপায়ে চাষ জটিল হওয়া সত্ত্বেও তাদের উদ্দেশ্য বাস্তবায়নে চেষ্টা  চালিয়ে গেলেন ।
ক] মুক্তামাতা কী ?
খ] জলজ পরিবেশ নির্মল রাখতে ঝিনুকের ভূমিকা লিখ ।
গ] উদ্দীপকে উল্লেখিত সিদ্ধান্তুটি বাস্তবায়নের পদক্ষেপ সমূহ ব্যাখ্যা কর ।
ঘ] উদ্দীপকে উল্লেখিত উদ্যোগটি বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু যৌক্তিক – ব্যাখ্যা কর ।

উদ্দীপক ৩৮] লাইলীর একমাত্র ছেলে রাইয়্যানের তলপেটে অসহ্য বেদনা এবং সে ঘন ঘন মিউকাস সমৃদ্ধ তরল পায়খানা করতে লাগল । তার বাবা তাকে হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডাক্তার সাহেব বললেন , রাইয়্যানের মলের প্রকৃতি আম্লিক এবং এর সাথে রক্তও আছে ।
ক] অ্যামিবায়োসিস কী ?
খ] গোদরোগ সৃষ্টিকারী জীবানুটিকে দ্বিপোষকী বলা হয় কেন ?
গ] উদ্দীপকে উল্লেখিত দায়ী পরজীবীটির দৈহিক গঠন ব্যাখ্যা কর ।
ঘ] উদ্দীপকে উল্লেখিত সংক্রমন রোধে কার্যকর ব্যবস্থা বর্ননা কর ।

উদ্দীপক ৩৯] মিজান সাহেব ডায়াবেটিস রোগে আক্রান্ত । মাঝে মাঝে তার রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় তাই তিনি  ইনজেকশন প্রয়োগ করেন । দীর্ঘকাল যাবৎ ডায়াবেটিস নিয়ন্ত্রনের মাধ্যমে জীবন রক্ষা করে আসছেন । এই ঔষধটি জৈব প্রযুক্তির ফসল।
ক] ইনস্যুলিন কী ?
খ] জীন প্রকৌশল বলতে কি বুঝ ?
গ] উদ্দীপ্পপকে উল্লেখিত মিজান সাহেবের জীবন রক্ষাকারী উপাদানটি কিভাবে প্রস্তুত করা হয় – ব্যাখ্যা কর ।
ঘ] উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তির অবদান ঔষধ শিল্পের ক্ষেত্রে অপরিসীম-উক্তিটির যথার্থতা বিশ্লেষন কর ।



জীববিজ্ঞান ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্নগুলি অনুশীলনের মাধ্যমে ভাল ফলাফল  অর্জনে সহায়ক হবে ইনশাল্লা ।







No comments:

Post a Comment