Wuchereria bancrofti এক
ধরনের মারাত্ত্বক রোগসৃষ্টিকারী পরজীবী গোলকৃমি যা Human Filaria Worm নামে পরিচিত।এই পরজীবী দ্বারা আক্রান্ত
মানুষকে ফাইলেরিয়ার রোগী বলে এবং সৃষ্ট রোগটিকে বাংলায় গোদ রোগ বলে।এই পরজীবীটি
মানুষের লসিকা গ্রন্থি ও লসিকা নালীতে বাস করে।মূখ্য পোষক মানুষ এবং গৌন পোষক
স্ত্রী মশকীর মাধ্যমে পরজীবীটি তার জীবনচক্র সম্পন্ন করে।নিম্নে উক্ত পরজীবীটির
জীবনচক্র বর্ননা করা হলঃ
মানুষের লসিকা
গ্রন্থি ও লসিকা নালীতে পুরুষ এবং স্ত্রী মিলনের ফলে গাইগোট সৃষ্টি হয়।স্ত্রী
প্রানীটি জরায়ুজ।ভ্রুন গঠিত হওয়ার পর মাতার জরায়ু হতে বের হয়ে পোষক দেহের
রক্তস্রোতে ঘুরে বেড়ায়।এরা দিনের বেলায় রক্তবাহী নালী এবং রাতের বেলায় চর্মাবরনের
নীচে শাখা নালীকা
গুলিতে চলে
আসে।এ সময় এগুলোকে
মাইক্রোফাইলোরিয়া বলে।গোদ রোগে আক্রান্ত কোন রোগীকে স্ত্রী মশা
দংশন করলে রক্তস্রোতের মাধ্যমে মাইক্রোফাইলেরিয়াগুলি মশকীর পাকস্থলিতে
স্থানান্তরিত হয়।্দুএকদিনের মধ্যে পাকস্থলীর প্রাচীর ভেদ করে মশকীর বক্ষপেশীতে
আশ্রয় নেয় এবং সেখানে তিনটি রূপান্তর ধাপ অতিক্রম করে হিমোসিল হয়ে মশকীর মুখপাঙ্গের
প্রবোসিস আবরনে এসে জড়ো হয়।
এ অবস্থায় মশকী
কোন সুস্থ মানুষকে দংশন করলে মানুষের রক্তপ্রবাহে লার্ভাগুলো স্থানান্তরিত
হয়।পরবর্তীতে লার্ভাগুলো রক্ত থেকে লসিকা গ্রন্থি ও লসিকা বাহিকায় প্রবেশ করে
দুবার খোলস বদলানোর মাধ্যমে পুর্নাঙ্গ কৃমিতে পরিনত হয়।এভাবে একটি জীবনচক্র
সম্পন্ন করতে প্রায় এক বছর সময় লাগে।
No comments:
Post a Comment