পরিবেশ বিপর্যয়
মানব সভ্যতার
অগ্রগতি,জনসংখ্যার অত্যধিক চাপ,পারমানবিক বিস্ফোরন ইত্যাদির কারনে তথা পানি,বায়ু ও
স্থলভাগের ভৌতিক,রাসায়নিক,যৌগিক ইত্যাদি অনভিপ্রেত পরিবর্তনের মাধ্যমে মানুষসহ
অন্যান্য প্রয়োজনীয় জীবের জীবন প্রবা্হ ও স্বাভাবিক বিকাশ ধারা বিপন্ন ও
ক্ষতিগ্রস্ত এবং মানব সভ্যতার সৃষ্ট শিল্প ও প্রাকৃতিক সম্পদকে প্রভাবিত করলে তাকে
পরিবেশ বিপর্যয় বলে।
পরিবেশ বিপর্যয়ের
প্রধান দুটি কারন হচ্ছেঃ
১]প্রাকৃতিক
কারনসমূহ-বন্যা,জলোচ্ছাস,ঘূর্নীঝড়,খরা,ভূমিকম্প,সুনামী,লা নীনা,এল নিনো,দাবানল,আগ্নেয়গিরি,অতি
তাপ,অতি শীত,উল্কাপাত,বিকিরন,রোগজীবানু ইত্যাদি।
২]মনুষ্যঘটিত
কারনসমূহকে তিনটি ভাগে ভাগ করা যায়,যেমনঃ
ক]আর্থ-সামাজিক-রাজনৈতিক-স্বভাবগত
কারনসমূহঃ
অশিক্ষা ও অসচেতনতা,সুষ্ঠু আইনের অভাব,আইন অমান্য করন,অতি জনসংখ্যা,দারিদ্র
ও দুর্ভিক্ষ,বনাঞ্চল উজাড়,অতিভোগ ও অপচয়,কূটনৈতিক অসচেতনতা,যুদ্ধ ও
সংঘর্ষ,পারমানবিক বিষ্ফোরন,ইত্যাদি।
খ]রাসায়নিক
পদার্থের দূষন জনিত কারনসমূহঃ
শিল্পকারখানা হতে নির্গত Hg,As,Cd,CO2,SO2,N,xO,ইত্যাদি গ্যাস।যান্ত্রিক
যানবাহনের জীবাশ্ম জালানীর দহন হতে নির্গত –CO,NO,H-CHO,pb,ইত্যাদি গ্যাস।যান্ত্রিক
নৌযান হতে নির্গত-তেল,আবর্জন,শব্দ,আলো ইত্যাদি।কৃষি হতে-কীটনাশক,র্গহস্থলী
হতে-মলমূত্র,সাবান,পলিথিন,জৈব ও অজৈব আবর্জনা ইত্যাদি।ইটের ভাটা
হতে-কার্বন-ডাই-অক্সাইড,ধূলাবালি ইত্যাদি,খনি হতে-অ্যাসিড ও ধাতু কনা।পারমানবিক
চুল্লি হতে-তেজষ্ক্রিয়,শব্দ,আলো ইত্যাদি।
গ]ভৌত কারনসমূহঃ
বাধ,ভূমিক্ষয়,ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস,অপরিকল্পিত ও যথেচ্ছ নগরায়ন
ইত্যাদি।
No comments:
Post a Comment